
উপসাগরীয় দেশ কাতারে বিভিন্ন খাতে কর্মরত প্রায় ২ হাজার ২২০ জন বিদেশি শ্রমিককে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। এঁদের মধ্যে অনেকেই বছরভর দোহা শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করেন।
দোহা ব্যাংক, আল-মিরা ও ওরিদু কাতারের সহযোগিতায় এই বিদেশি কর্মীদেরকে পুরস্কৃত করেছে কাতার বালাদিয়া মন্ত্রণালয়।দোহা ব্যাংক, সাধারণ পরিচ্ছন্নতা বিভাগ, পাবলিক গার্ডেন বিভাগ,
যান্ত্রিক সরঞ্জাম বিভাগ ও রিসাইক্লিং এন্ড ওয়েস্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় এই কর্মীদের হাতে পুরস্কার দেওয়া হয়। আর সাধারণ পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত ১২০ জন পরিচ্ছন্ন কর্মীকে ওরিদু কাতারের সহযোগিতায় পুরস্কৃত করা হয়েছে।
এছাড়াও আল মিরার সহযোগিতায় আরও ১০০ জন কর্মীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাদিয়ার সম্পত্তি ও প্রশাসনিক বিষয়ের প্রধান আহমেদ আলী আল হিনজাব, সাধারণ পরিচ্ছন্নতা বিভাগের পরিচালক মোকবিল আল শেমারি ও বালাদিয়া মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।